বদরুল আলম সুমনের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

1

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:: ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমনের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

 

আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার স’ মিল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের সার্ভিস লেন দিয়ে কবরস্থান রোড এলাকায় গিয়ে মিছিলটি শেষ করেন। এ সময় তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

সমাবেশে বক্তারা বলেন, আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমন ভাইয়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার সাথে জড়িত আওয়ামী দোসর আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানাই। পাশাপাশি হৃদয় দয়ালকে গ্রেপ্তারের দাবিও করেন তারা।

 

এদিকে, মুঠোফোনে আহত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন এই প্রতিবেফককে জানান, ‘ গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় বেদির সামনে একটু ধাক্কাধাক্কি হয়েছে। ওখানে তেমন কোনো গ্যাঞ্জাম হয়নি। কিন্তু পরে ওই গ্যাঞ্জামের রেশ ধরে পরিকল্পিতভাবে আমাদের ওপর ওরা হামলা করেছে। শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতাকে বিদায় দেওয়ার জন্য আমি তাকে নিয়ে বের হচ্ছিলাম। তখন স্মৃতিসৌধের মূল গেটে পেছন থেকে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম ওরফে হৃদয় দয়াল এসে বলে, ওই বদি সুমনরে ধর। আমি পিছনে তাকানোর পরই হৃদয় দয়াল আমাকে এলোপাতাড়ি আঘাত করছে।

 

তিনি আরও বলেন, হৃদয় আশুলিয়া থানা যুবলীগ নেতা শাহাদত মেম্বারের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করছে। যুবলীগ নেতা পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগের সঙ্গেও সে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার চালিয়েছে। লক্ষ্মীপুরে এক পৌর আওয়ামী লীগ নেতার পক্ষেও সে কাজ করেছে। এখন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলে কোনো না কোনোভাবে সে অনুপ্রবেশ করছে। সে মূলত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সচিব মোহনের অনুসারী।

 

এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য তামিম ইকবাল, এনামুল হক মনি ও আবুল কালাম আজাদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসেন।

 

অন্যান্যের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদল নেতা, কাওসার মাহবুব, আব্দুল্লাহ সহ স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

 

প্রসঙ্গত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র দুই নেতা আহত হয়ন।