ভারোত্তোলনে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

3

ডেস্ক রিপোর্ট: আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আসরের সেরা ভারোত্তোলকের স্বীকৃতি পেয়েছেন সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ।

আসরের সমাপনী দিনে মোট চার রেকর্ড হয়েছে। ৯৬ কেজি ওজন বিভাগে স্বর্ণজয়ের পথে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক এবং মোট ওজন উত্তোলনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর জিয়ারুল ইসলাম। ক্লিন অ্যান্ড জার্কে আরেক রেকর্ড গড়েন একই সংস্থার আশিক মন্ডল শিবু।

৯৬ কেজি ওজন বিভাগে জিয়ারুল তিন বিভাগে রেকর্ড গড়ার পথে স্ন্যাচে ১৩১, ক্লিন এন্ড জার্কে ১৫৬ এবং মোট ২৮৭ কেজি তুলেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইব্রাহিম খলিল রুপা এবং একই সংস্থার শফিকুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন। ১০২ কেজি ওজন বিভাগে বিজিবির নিয়াজ মো. আব্দুল্লাহ স্ন্যাচে ১১৯, ক্লিন অ্যান্ড জার্কে ১৪৬ এবং মোট ২৬৫ কেজি তুলে স্বর্ণ জিতেছেন।

সেনাবাহিনীর মো. রায়হান রুপা এবং আনসারের আমিনুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন। ১০৯ কেজি ওজন বিভাগে স্বর্ণজয়ের পথে সেনাবাহিনীর ফরহাদ আলী স্ন্যাচে ১১৬, ক্লিন এন্ড জার্কে ১৪০ এবং মোট ২৫৬ কেজি তুলে স্বর্ণ জিতেছেন।

বিজিবির মোক্তার আলী রুপা এবং আনসারের ইমরান হোসেন ব্রোঞ্জ জিতেছেন। ঊর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে সেনাবাহিনীর আশিক মণ্ডল শিবু স্ন্যাচে ১১৭, ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১৫২ কেজি এবং মোট ২৬৯ কেজি তুলে স্বর্ণ জিতেছেন। বিজিবির সাদিরুল ইসলাম রুপা জিতেছেন।

চ্যাম্পিয়ন হওয়া সেনাবাহিনীর কোচের দায়িত্ব পালন করেন হামিদুল ইসলাম। প্রথম রানার্সআপ হওয়া আনসারের কোচের দায়িত্ব পালন করেছেন বিশ্বাস আনিসুর রহমান। দ্বিতীয় রানার্সআপ হওয়া বিজিবির কোচের দায়িত্ব পালন করেছেন হাফিজুর রহমান।

তথ্য: কালবেলা