নিজস্ব প্রতিবেদক: শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় সাভারের ভাটপাড়া এলাকার জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এর নিকুঞ্জ প্যালেসে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জিয়া সাইবার ফোর্সের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তানভীর রহমান এর সঞ্চালনায় এবং সভাপতি এমএনএইচ খান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ (ফাইজাল)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স এর ঢাকা বিভাগ এর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আল রাব্বী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ওয়াসি উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক (বিজ্ঞান ও প্রযুক্তি) আসফিন নাহিন, ঢাকা জেলার আহবায়ক কামরুজ্জামান জুম্মান প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।