নিজস্ব প্রতিবেদক: এই দেশে আর কখনো সন্ত্রাসী কর্মকান্ড দিয়ে আর রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্র মহলের ইন্ধনে আমার ছোট ভাই বশির আমার সুনাম নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা বিগত ১৬ বছর বিএনপির রাজনীতি করেছি এবং আওয়ামী লীগের থেকে কোনো সুবিধাদি না নিয়ে বিভিন্ন হামলা-মামলায় জর্জরিত হয়েছি। এই আমাদেরকে প্রতিহত করতে কিছু আওয়ামী দোসর বিএনপির নেতাকর্মী আমাদের পিছনে লেগেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আব্দুস সোবহান বলেন, আমি পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই জেনে বাসেদ দেওয়ান, চাকলগাঁওয়ের সালাম মেম্বার সহ আরও কয়েকজন বিভিন্নভাবে আমাকে হয়রানি করতে থাকে। এই ঈদের কয়েকদিন আগে নয়ারহাট থেকে ৩০/৪০টা হোন্ডা এসে আমার বাড়িতে হর্ণ দিয়ে যায়, বিভিন্ন রংবাজি করতে থাকে। আর বাইরে ওইখানে বাসেদ দেওয়ান ইফতার পার্টি করে এবং আমার বাড়িতে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দেয়।
তিনি দু:খ প্রকাশ করে বলেন, আমরা নয়ারহাটের পিছনের এই গ্রামবাসী সবসময়ই নয়ারহাটবাসিদের দ্বারা নির্যাতিত থাকি। এসব আপনারা অনেকেই জানেন কিন্তু সৎসাহস না থাকায় হয়তো বলতে পারেন না। কিন্তু আপনারা তো জানেন, সেই বিচারের ভার আমি আপনাদের জনগণের কাছে দিলাম। কারণ এমনিভাবে একটা দেশ চলতে পারে না। আপনারা একটু ধৈর্য্য ধরেন, দেশে পরিবর্তন আসছে, আরও পরিবর্তন হবে। মারামারি, কাটাকাটি রংবাজির দিন আর নাই। এই বাংলার মাটিতে এইটা আর হবে না। যারা সুস্থ, সুন্দর রাজনীতি করবেন তারাই টিকে থাকবেন। সন্ত্রাসী কর্মকান্ড দিয়ে এই দেশে আর রাজনীতি করা যাবে না।
এসময় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান উদ্বেগ প্রকাশ করে বলেন, বাসেদ দেওয়ান, সালাম মেম্বার, আমার ভাই বশিরসহ এই চক্র আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে। উপস্থিত গনমাধ্যমকর্মীসহ আপনাদের সকলকে আমি বলে যাচ্ছি, আমার কিছু হলে এরাই দায়ী থাকবে। আবার এরা আমার ভাই বশিরকেও মেরে ফেলতে পারে আমাকে ফাঁসানোর জন্য; কারণ বশিরের সাথে আমার দ্বন্দ্ব।
তবে বাসেদ দেওয়ান, সালাম মেম্বার ও বশির এর সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় এবিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায় নাই।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক কালাম, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি, বিএনপি নেতা কাজিম উদ্দিন প্রমুখসহ পাথালিয়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।