দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অরগানাইজেশানের ইফতার ও দোয়া মাহফিল

9

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অরগানাইজেশান এর দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল মাঠে বিডি টাইগার গ্রুপ (একটি সামাজিক এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠান) এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অরগানাইজেশান এর প্রতিষ্ঠাতা সভাপতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আনোয়ার হোসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

 

প্রধান অতিথি তার বক্তব্যে জানান, দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অরগানাইজেশান একটি সেবামূলক সংগঠন। আপনারা জানেন যে একজন বিপন্ন রোগীর যখন রক্তের প্রয়োজন হয়, তখন এধরণের সংগঠনের উপরই থাকে শেষ ভরসা। তিনবছর আগে এই সংগঠন করার আগে রানা আমার সাথে আলাপ করলো যে, আমার পিতা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেব যিনি ৪৫ বছর আশুলিয়ার চেয়ারম্যান ছিলেন, উনি ১৯৭৯ সালে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, তার নামে এরকম একটি সংগঠন করতে চায়। যেহেতু আমরা জিরাবোতে দেওয়ান ইদ্রিস কলেজ করেছি, নিশ্চিন্তপুরে নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় করেছি, সাভারে দেওয়ান ইদ্রিস ল’ কলেজ আছে, আমি মনে করলাম তারা একটি সেবামূলক সংগঠন করতে চাচ্ছে, ঠিক আছে আমি তোমাদের পাশে আছি তোমরা উদ্যোগ নাও।

 

তিনি আরও বলেন, আমি শুনে খুশি হলাম যে বর্তমানে সাভার, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন জায়গায় বিপন্ন রোগীদের বিনামূল্যে রক্ত দান করার মতো আমাদের এই সংগঠনের অসংখ্য ডোনার প্রস্তুত আছে। ইতোপূর্বে তারা অনেককে রক্তদান করেছেন। আপনারা জানেন, আমি একজন ডাক্তার, ইচ্ছে করলে বছরে আমাদের রক্ত দুই তিনবার দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা অনেকে ভয় পাই, কিন্তু যে রোগীর রক্ত লাগে যে জানে একব্যাগ ভালো রক্তের কতটা প্রয়োজন।

 

ডা: সালাউদ্দিন বাবু জানান, আজ দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অরগানাইজেশান এর ইফতার মাহফিলে এসে আমি এই কথাই বলতে চাই, যারা সুস্থ আছেন, সাবলম্বী আছেন এবং যাদের বয়স ৫০ বছরের নিচে- যদি সুযোগ থাকে জীবনে একবার হলেও কোনো বিপন্ন রোগীকে রক্ত দিয়েন। এটা ধর্মীয় দিক থেকেও অনেক সওয়াবের কাজ এবং যাকে রক্ত দেবেন সে আজীবন আপনাদের মনে রাখবে।

 

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাভার ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখসহ অন্যরা।