জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ)- ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

9

নিজস্ব প্রতিবেদকঃ জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা কমিটির যৌথ আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ (মঙ্গলবার) সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেডসিএফ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মেঘ। প্রধান বক্তা ছিলেন জেডসিএফ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাব্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবুল কালাম স্বাধীন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

 

সভায় সভাপতিত্ব করেন জেডসিএফ ঢাকা জেলা আহ্বায়ক কামরুজ্জামান জুমন এবং সঞ্চালনা করেন জেডসিএফ সাভার উপজেলা সভাপতি নাজির খান লিটন। আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা কমিটির সি. সহ সভাপতি মাজহারুল ইসলাম বাবু, আশুলিয়া থানা কমিটির সভাপতি মতিয়ার রহমান, ধামরাই উপজেলা কমিটির সভাপতি হিমেলসহ ঢাকা জেলা ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিট পর্যায়ের নেতা-কর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে বলেন, জিয়া সাইবার ফোর্স ডিজিটাল মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্বে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।