জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

41

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ৫৮ মিনিট থেকে শুরু করে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

২২ মিনিটের এই অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী লেইনে অসংখ্য যানবাহন আটকে পড়ে।

অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনকে এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানান।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় আড়াই মাস পার হয়েছে; কিন্তু এখনো পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হয় নাই। আমরা এবিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

তারা আরও বলেন, এখনও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিজ এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী কাওসার আলম আরমান এর উপর হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি।

তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা যেকোনো যৌক্তিক আন্দোলনে এক আছি। প্রয়োজনে আমরা আবারও মাঠে নামতে পারবো যেকোনো সময়। আমাদের সহযোদ্ধা আরমান ভাইয়ের উপর হামলার দ্রুত বিচারসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আজ আমরা মহাসড়ক অবরোধ করেছি, আমরা সচিবালয় ও ঘেরাও করবো।