ডেস্ক রিপোর্ট: লিভারপুল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে সূত্রে জানা গেছে।
ইএসপিএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আলেকজান্ডার-আর্নল্ডের সাথে লিভারপুলের চুক্তি আগামী জুনে শেষ হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের ডান প্রান্তের রক্ষণভাগে ড্যানি কারভাহালের দীর্ঘমেয়াদী ইনজুরির কারণে তাকে শীর্ষ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে রিয়াল মাদ্রিদ পরিকল্পনা করেছিল যে, আলেকজান্ডার-আর্নল্ডকে ফ্রি ট্রান্সফারে আগামী গ্রীষ্মে দলে ভেড়াবে। তবে মঙ্গলবার তারা তাকে জানুয়ারিতেই দলে নেওয়ার প্রস্তাব দেয়।
তবে লিভারপুল দ্রুতই সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। ক্লাবের সাথে আলেকজান্ডার-আর্নল্ডের চুক্তি নবায়নের আলোচনা কয়েক মাস ধরেই চলছে এবং এখন পর্যন্ত তিনি ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেননি।
লিভারপুলের হয়ে শেষ মৌসুমে চুক্তি থাকা খেলোয়াড়দের তালিকায় আলেকজান্ডার-আর্নল্ড ছাড়াও আছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও ক্লাব ক্যাপ্টেন ভার্জিল ভ্যান ডাইক।
এই তিন খেলোয়াড় বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের বাইরের ক্লাবগুলোর সাথে কথা বলার সুযোগ পাবেন।
আর্নে স্লটের অধীনে লিভারপুল এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৮ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি তারা নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে এবং কারাবাও কাপের সেমিফাইনালেও পৌঁছে গেছে।