ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে জাবি স্কুল ও কলেজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ

1

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে জাবি স্কুল ও কলেজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্কুল ও কলেজের আয়োজনে ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় গাঁজায় চলমান বর্বরতার বিপক্ষে তীব্র প্রতিবাদ জানিয়ে জাবি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও অন্যান্য বেসরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রীগণ এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

 

জাবি স্কুল ও কলেজের গেট থেকে একটি প্রতিবাদ র‍্যালি শুরু হয়ে জাবি শহিদ মিনার গিয়ে সমাবেশ করে। এখানে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফিরাত কামনাসহ মহান আল্লাহপাকের কাছে মজলুম ফিলিস্তিনিদের ভূখন্ড রক্ষার্থে এবং ইসরাইলী বাহিনীকে পর্যুদস্ত করতে মোনাজাত অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সকলকে ইসরাইলী পণ্য বয়কটের জন্য আহবান জানানো হয়।

 

পরে বিক্ষোভ র‍্যালিটি শহিদ মিনার থেকে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে জাবি স্কুল ও কলেজের গেটে এসে শেষ হয়। এসব শ্লোগানের মধ্যে ছিল- ‘বয়কট বয়কট, ইসরাইলী পণ্য বয়কট’, ‘গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ উল্লেখযোগ্য।