জাবি ছাত্রদলের পক্ষ থেকে আশুলিয়া থানায় প্রতিবাদ লিপি

55

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি প্রতিবাদ লিপি জমা দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) জমা দেওয়া ওই প্রতিবাদ লিপিতে- সাভারের সিএন্ডবি থেকে বিশমাইল পর্যন্ত এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা ও নিরাপত্তাহীনতার সংকট বেড়ে যাওয়ায় স্থানীয় মানুষজনের চলাচল বিপন্ন হয়ে পড়ায় জাবি ছাত্রদলের পক্ষ থেকে ৫ দফা দাবি দেওয়া হয়।

পাশাপাশি, এই সমস্যা সমাধানে আশুলিয়া থানার প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আহ্বানও জানিয়েছেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জাকির (রসায়ন-৪৬) সহ
মো: শাহান উদ্দিন ভুইয়া, আদনান করিম, এস.এম আমিনুল ইসলাম, জাহিদ হাসান, মোঃ সামসুজ্জামান সায়েম ও একরামুল হক উক্ত আবেদনে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, উক্ত আবেদনে ছাত্রদলের দাবিসমূহ হলো- সি এন্ড বি থেকে বিশ মাইল পর্যন্ত পুরো সড়ক সিসি ক্যামেরার আওতায় আনা, প্রান্তিক গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থায়ী পুলিশ বক্স স্থাপন, ডেইরি ফার্ম সংলগ্ন দেয়াল সংস্কার ও উঁচুকরণ, রাস্তার দুইপাশে লাইটিং ব্যবস্থার উন্নতি এবং পুলিশের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে ছিনতাইকারীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে তৎপর হওয়া।

তবে পুলিশ বক্স স্থাপনের বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো একটি প্রতিবাদ লিপি ঢাকা জেলার পুলিশ সুপার বরাবর জমা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।