কচুয়ায় ছুরিকাঘাতে ১ জন আহত

1

রিফাত ( বাগেরহাট): কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বগা গ্রামে ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের সূত্র ধরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছে।

 

৬ জানুয়ারি আনুমানিক বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে এবং ৭ ই জানুয়ারী বিকাল ৩ টা নাগাদ কচুয়া উপজেলা বিনপি নেতা কর্মীরা দোষীদের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন ও জনসভা করেন ।

 

ধোপাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে মৃত আমজেদ শেখের ছেলে নিয়াম শেখ ও স্থানীয় মোতালেব বাবনার সাথে বিরোধ তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নিয়াম শেখ(৩৭) এর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মোতালেব বাবনার ছেলে আলামিন বাবনা (৩৬) কে পেটে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, দলীয় কোন্দোলের কারণে একটা মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছে। কচুয়া সদর হাসপাতালে আনা হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। ৭ই জানুয়ারী বিকাল ৩ টা দিকে কচুয়া উপজেলা বিনপি নেতাকর্মীরা থানায় মামলা দায়ের করেন।