নিজস্ব প্রতিবেদক: প্রেসিডেন্ট চুপ্পুর ভাতিজা পরিচয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ঘোরাঘুরির সময় উত্তেজিত জনতার হাতে দুই যুবক প্রহৃত হয়েছে। পরে স্থানীয় সাংবাদিকরা তাদেরকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে জানা যায়, ওই দুই যুবকের একজন গাজী টিভির আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সীমান্ত এবং অপরজন তার ব্যক্তিগত ক্যামেরাম্যান আমিনুল ইসলাম যিনি নিজেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ভাতিজা পরিচয় দিয়েছিলেন।
জানা যায়, গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও লাইভে আসার ধারাবাহিকতায় ধানমন্ডির ৩২ এর ঘটনায় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন দেশব্যাপি আলোড়ন ও বিক্ষোভ, উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও, ঠিক এই সময় বৃহস্পতিবার জাবির ডেইরি গেট এলাকায় জিটিভির আশুলিয়া প্রতিনিধির ব্যক্তিগত ক্যামেরাম্যান নিজেকে প্রেসিডেন্ট চুপ্পুর ভাতিজা পরিচয় দিয়ে ধানমডির ৩২ নাম্বার বাড়ি ছাত্রজনতা কর্তৃক গুড়িয়ে দেওয়ার বিপক্ষে কথা বলেন। এসময় আন্দোলনের পক্ষে থাকা বেশকয়েকজন তাকে নিবৃত করতে উদ্যত হলে সে তাদের সাথে খারাপ ব্যবহার করে। এতে উত্তেজিত হয়ে বেশ কয়েকজন চুপ্পুর ভাতিজা পরিচয়দানকারী ওই যুবককে চর-থাপ্পর মারে। এসময় নিজ ক্যামেরাম্যানকে রক্ষা করতে এলে জিটিভির সাংবাদিক শামীম হাসান সীমান্তও উত্তেজিত জনতার হামলার শিকার হন।
পরে স্থানীয় সাংবাদিকরা ওই দুইজনকে জাবি সুপার মার্কেটে নিয়ে এসে এখানের ফার্মেসি থেকে ফার্মাসিস্টকে দিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে স্থানীয় সাংবাদিকরা
শামীম হাসান সীমান্তর সহকর্মী এস এ টিভির আশুলিয়া প্রতিনিধি সাদ্দাম হোসেনকে কল করে এনে তার কাছে ওই দুই যুবককে হস্তান্তর করে। পরে সাদ্দাম হোসেন তার গাড়িতে করে তাদেরকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।