খুলনায় চিন্ময় দাসের মুক্তির দাবীতে বিক্ষোভ

3

তৌহিদুল ইসলামঃ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় খুলনাতে গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। পিকচার প্যালেস মোড়ে সনাতন ধর্মাবলম্বীরা গনজমায়েত শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের খুলনা বিভাগীয় কমিটির নেতা প্রশান্ত কুমার কুন্ডু, শ্যামল হালদার, বিমান সাহা, মৃনাল কান্তি বিশ্বাস, গোপাল সাহা, রতন দেবনাথ, বিশ্বজিৎ দে মিঠু, উজ্জ্বল ব্যার্নাজী, অলোক দে, অনিমেষ সরকার রিন্টু, বাবু সাহা, মিলন সাহা কুটি, পাপ্পু সাহা, অভিমন্যু বিশ্বাস জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বঞ্চিত দেশের সংখ্যালঘু সম্প্রদায় যখন তাদের বৈষম্য নিরসনে ৮দফা দাবীতে শান্তির্পূণ আন্দোলন করছে তখন একটি কুচক্রী মহলের প্ররোচনায় চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। যা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি করেন তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে ঘোষণা করেন। একই সাথে আগামী ১৩ ডিসেম্বর খুলনার বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকল সনাতনীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহŸান জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচী দিয়েছিল সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সমাবেশ পন্ড করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শিববাড়ী মোড়ে পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষনা দেয়া হয়। প্রশাসনের অনুরোধে ও বিশৃঙ্খলা এড়াতে সনাতনী জোটের সমাবেশের স্থান পরির্বতন করে পিকচার প্যালেস মোড়ে করা হয়। তবে শিববাড়ী মোড় হয়ে যেসব সনাতনী ভাইবোন জোটের কর্মসূচীতে যোগ দিতে আসছিল তাদেরকে গাড়ী, রিক্সা থেকে নামিয়ে তাদের উপর হামলা ও মারপিট করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের হামলায় সনাতন বির্দ্যাথী সংসদের দুই ছাত্রসহ ৪ জন আহত হয়েছে। এছাড়াও দুইজন বয়ষ্ক সাধুশন্তকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। গত সোমবার বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতারের পর জোটের পক্ষ থেকে খুলনার পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।