আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি ও সড়কে অবস্থান

37

নিজস্ব প্রতিবেদক: ইন্সেন্টিভ বৃদ্ধির দাবিতে আশুলিয়ার জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিঃ এবং বাইপাইলের একই গ্রুপের ফ্যাক্টরি গিল্ডেন একটিভ ওয়ার লিঃ এর শ্রমিকরা কর্মবিরতি সহ সড়কে অবস্হান নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় আশুলিয়া থানাধীন জামগড়ায় কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গার্মেন্টস লিঃ এবং বাইপাইলে একই গ্রুপের ফ্যাক্টরি গিল্ডেন একটিভ ওয়্যার বাংলাদেশ লিঃ এর শ্রমিকরা ইন্সেন্টিভ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে সকাল ৯টায় জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিঃ এর শ্রমিকরা ফ্যাক্টরি থেকে বের হয়ে বাইপাইলে তাদের গ্রুপের অপর ফ্যাক্টরির সামনে গিয়ে জড়ো হয়। এসময় তারা ঐ কারখানার শ্রমিকদেরকে বাইরে বের করে নিয়ে নবীনগর – চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয়। ফলে উক্ত সড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান নিয়ে এসময় তারা নতুন করে গ্রুপের পরিচালক তাইজুল ইসলামের অপসারণ দাবি করেন। এক পর্যায়ে সকাল ১০টায় শ্রমিকরা পার্শ্ববর্তী নয়ারহাট এলাকায় অবস্থিত গ্রুপের অন্য ফ্যাক্টরিতে উৎপাদন চালু থাকায় কাজ বন্ধ করার জন্য উক্ত ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা করে।পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলবেন বলে তাদেরকে ফিরিয়ে ফ্যাক্টরি সামনে নিয়ে আসেন।

উভয় ফ্যাক্টরি এলাকায় বর্তমানে সেনা, বিজিবি ও শিল্প পুলিশের উপস্থিতি রয়েছে। শাখার পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত আছে।