সভাপতির বার্তা নিয়ে নেপালে বাফুফের নতুন সদস্যরা

34

ডেস্ক রিপোর্ট: সাফের ফাইনালের আগের দিন বাংলাদেশের মেয়েদের অনুশীলন ছিল আর্মি হেডকোয়ার্টারে, সেখানে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য গোলাম গাউস, কামরুল হাসান হিলটন, ইকবাল হোসেন, হাজী টিপু সুলতান ও নেপাল দূতাবাসের কনস্যুলার মাসুদ আলম।

বাফুফের সভাপতি বার্তা দিতে আসা কার্যনিবার্হী কমিটির সদস্যরা নারী ফুটবলারদের সাথে কথা বলেন সেখানে। সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন বলেন, আমরা খুব গর্বিত তোমরা ভালো খেলছো। আমরা আগে আসতে পারিনি নির্বাচন ছিল। আমাদের নতুন কমিটি এসেছে, বিশেষভাবে সভাপতি তোমাদের ধন্যবাদ জানিয়েছে। তিনি নিজে মাঠে আসতো, এএফসির একটি অনুষ্ঠানে কোরিয়ায় আছে। সভাপতি তাবিথ আউয়াল, আমাদের পাঠিয়েছে তোমাদের বার্তা দিতে। তোমরা ভালো করো আমরা তোমাদের সাথে আছি। কোনো অফিসিয়াল উদ্দেশ্যে এখানে আসিনি, শুধু তোমাদের খেলা দেখতেই এসেছি। এই দুঃসময়ে নতুন একটি কমিটির এসেছে, আমরা তোমাদের পাশে আছি। আগামীকাল একটা ভালো ফলাফল করবা, দেশের জন্য একটা ট্রফি নিয়ে যাবা। এরপর আমরা তোমাদের সকল কথা শুনবো। সভাপতি বার্তা দিয়ে বলেছে, মেয়েদের বলবেন আগামীকাল ভালো খেলে ট্রফি নিয়ে আসতে। যাওয়ার পর সভাপতি তোমাদের সাথে দেখা করবে।

খেলোয়াড়দের উদ্দেশ্যে ইকবাল হোসেন আরো বলেন, আমাদের কমিটির পক্ষ থেকে ও বাফুফের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, তোমারা বিগত ম্যাচগুলো অনেক ভালো খেলেছো। আর একটা ম্যাচ তোমরা মন লাগিয়ে খেলো। নারী ফুটবলারদের সাথে বার্তা দেওয়া শেষে; বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য তারকা ফুটবল ইকবাল হোসেন বলেন, আমাদের কাছে মেয়েদের একটিই চাওয়া তারা কাল ভালো খেলবে। দেশবাসীকে যেন ট্রফি উপহার দেয়। আমাদের নতুন কমিটি যেন এই ট্রফি দিয়ে নতুন উদ্যমে শুরু করতে পারে। ইকবাল হোসেন আরো বলেন, আমরা এসেছি মেয়েদের খেলার জন্য, আন-অফিসিয়ালি। ওদের উপর কোনো প্রেসার নেই। উদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছি, সভাপতির বার্তা দিতে এসেছি।

মেয়েরা চ্যাম্পিয়ন হতে পারে। গত বছর ছাদখোলা বাসে উদযাপন করেছে, এবার এমন কোনো ব্যবস্থা থাকবে কিনা? এমন প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, সব কিছু নতুন করে হয়েছে। দুইদিন হলো নির্বাচন শেষ হয়েছে। পরিকল্পনা অবশ্যই আছে। আমরা এখনো বসতেই পারিনি। এটুকু বলতে পারি মেয়েরা হতাশ হবে না।

 

তথ্য ও ছবি: বার্তাবাজার