সমুদ্রের মতো বিশালতা ও সুন্দরবনের মতো সজিবতা নিয়ে কাজ করার আহবান ড. শেখ ফরিদুল ইসলামের

11

চয়ন মজুমদারঃ মোংলায় সব ধর্মাবলম্বীদের নিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশষ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে মোংলা উপজেলা বুড়িরডাঙ্গা দ্বিগরাজ কেন্দীয় মন্দির মাঠে বিএনপির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করেন উপজেলা ও পৌর ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

 

সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বিশ^াস। এতে প্রধান অতিথি হিসেবে ড. লায়ন ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট’র বাগেরহাট জেলার সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা আবু হোসেন পনি, বাবলু ভুইয়া, খোরশেদ আলম, রনি বাবুল, সফরুল হায়দার সুজন, আঃ রাজ্জাক, যুবদল নেতা এম এ কাশেম, ও খালিদ মাহমুদ সোহাগ

এছাড়া আরো উপস্তিত ছিলেন, যুবনেতা সেলিম রেজা, বাইজিদ বোস্তামি রাব্বি, মোল্যা কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, মোঃ জসিম খান, রামপাল উপজেলা বিএনপির নেতা আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ওজিয়ার রহমান, জাহিদুল ইসলাম, সহ সমাবেশে হিন্দু, মুসললিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. ফরিদুল ইসলাম বলেন, সমুদ্রের মতো বিশালতা ও সুন্দরবনের মতো সজিবতা নিয়ে কাজ করার আহবান জানান বিএনপির এ নেতা। তিনি আরো বলেন, ব্যাক্তি স্বার্থের জন্য কোন কাজ করবেন না দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করবেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে দল করি। আমরা কারো স্বার্থে দল করি না। সামনে দিনে নেতা নির্বাচনে টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না। আমি আপনাদের সন্তান হিসাবে কাজ করতে চাই। তাতে যদি আমি নমিনেশন না ও পাই তাতে আমার কোন দুঃখ নেই।

ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই এ দেশে আমরা শান্তি কামনা করি। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে যারা গুজব ছড়ানোর চেষ্টা করে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কেউ ধর্ম নিয়ে গুজব সৃষ্টি করার চেষ্টা করে তাও প্রতিহত করতে হবে। তাহলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। মোংলায় শান্তিপ্রিয় মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা তারেক রহমানের আহবানে এই সম্প্রীতির বন্ধন দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে চাই। মোংলা-রামপাল সহ দেশের শান্তি-শৃঙ্খলায় সবার সহযোগিতা কামনা করেন বিএনপির এ নেতা।