চয়ন মজুমদারঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও তার দোসরদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার’ ব্যানারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে মহানগরের শিববাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মহারম হোসেন মাহিম, সাদনাম রাতুল, নাজমুল হোসেন ইমরান, রুমি রহমান, শাম্মী আক্তার, ইমতিয়াজ ও ইসরাত তিশা প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও খুনসহ সব ধরনের অপকর্ম খুলনার সাবেক দুই এমপির ‘শেখ বাড়ি’ থেকে নিয়ন্ত্রণ করা হতো। শুধু তাই নয়, শহরের মানুষের রক্ত চুষে শেখ পরিবারের সদস্যরা এই শহরে সম্পদের পাহাড় গড়েছেন। কাজেই শেখ হাসিনার পরিবার ও তার দোসরদের অবৈধ সব সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানাচ্ছি আমরা।
সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েল শেখ হাসিনার চাচাতো ভাই। খুলনার শেরেবাংলা সড়কের ময়লাপোতা এলাকায় ‘শেখ বাড়ি’ তৈরি করেছিলেন তারা। খুলনাকেন্দ্রিক আওয়ামী লীগ ও প্রশাসনের কার্যক্রম এমনকি সব ধরনের অপকর্ম এই বাড়ি থেকে নিয়ন্ত্রিত হতো। আন্দোলনের সময় ওই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। তখন সেটি ভাঙচুর করা হলেও শেখ পরিবার ও তাদের দোসরদের সম্পদ সুরক্ষিত রয়েছে। তাদের ব্যবসা-বাণিজ্য এখনও শেখ পরিবারের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। ফলে ওই বাণিজ্যের টাকায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কাজেই শেখ হাসিনার পরিবার ও তার দোসরদের সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। কারণ এগুলো অবৈধ সম্পদ।’