ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইংলিশ কোচ জেমস পিটার বাটলারকে নারী ফুটবল দলের কোচ হিসেবে রাখতে আগ্রহী। যদিও সাম্প্রতিক সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন কোচ বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের সম্পর্কের অবনতির খবর সামনে এসেছে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দলটির সিনিয়র খেলোয়াড় মনিকা চাকমার অভিযোগ ছিল যে, বাটলার সিনিয়র খেলোয়াড়দের দলে খেলাতে অনীহা দেখাচ্ছেন। পাল্টা প্রতিক্রিয়ায় বাটলার বলেন, কয়েকজন খেলোয়াড় খেলায় মনোযোগ না দিয়ে টিকটকে ব্যস্ত থাকেন। বাটলার আরও জানান, তার দেশের নিয়ম অনুযায়ী এমন অনুশাসন লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো।
নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, তিনি ওই সময় বাটলার ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি ভুল বোঝাবুঝি ছিল। বাটলার নিজের মতো দল সাজাতে চেয়েছিলেন, যা সিনিয়র খেলোয়াড়রা ভুলভাবে নিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা বাটলারকে রেখে দিতে চাই। বাংলাদেশের ফুটবলের জন্য তিনি প্রয়োজনীয়, এবং আমাদের যত কোচ এসেছেন, তাদের মধ্যে বাটলারকেই সেরা মনে হয়েছে।’
বাটলারের সঙ্গে বাফুফের বর্তমান চুক্তি জানুয়ারি পর্যন্ত। তিনি মূলত বাফুফের এলিট একাডেমির কোচ হিসেবে কাজ করতে এসেছিলেন। এপ্রিলে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন তাকে নারী দলের দায়িত্বে নিয়ে আসেন এবং সাফ জয়ের মাধ্যমে বাটলার সেই দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
বাটলার পরবর্তী সময়ে নারীদের জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন নাকি এলিট একাডেমিতে ফিরে যাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি বাফুফে।