সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জাবি ছাত্রদলের খাবার বিতরণ

25

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় শাখা ছাত্রদলের সংগঠক আবু বকর রাশেদ (রাশু) বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪২৩ জন শহীদ হয়েছেন। তাদের স্মরণে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ করেছি। বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে শিশুদের একটি বড় অংশ অবহেলিত, নিষ্পেষিত ও নিপীড়িত।
তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়শীল দেশ। এ দেশের অধিকাংশ পরিবার মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র। যার ফলে পরিবারগুলো ঠিকমতো জীবনযাপন করতে পারেন না। কারণ, তারা তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে অক্ষম। তাই পরিবারগুলো শিশুদের চাহিদা পূরণ করতে পারে না। ফলে ক্ষুধা মেটাতে অনেক শিশু রাস্তায় নেমে পড়ে।
এসব সুবিধাবঞ্চিত শিশুদের আজকে আমরা খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া পরবর্তীতে তাদের শিক্ষা সামগ্রী এবং বৃত্তির ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগতভাবে দেশের পথশিশুদের নিয়ে ভবিষ্যতে একটি স্কুল করার প্ল্যান রয়েছে।

জাবি শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ নির্মাণ, সুষম অর্থনীতি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনে বিএনপি ও ছাত্রদল বদ্ধপরিকর। এসময় তিনি আওয়ামী লীগের শাসনামলে অর্থ পাচারের বিষয়ে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান। সেইসঙ্গে যেকোনো অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিবাদ ও ছাত্রদলের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

তথ্য: কালের কন্ঠ