নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুৎ করার প্রতিবাদে আশুলিয়া থানাধীন ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি – ১ এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ৩টায় তাদের আওতাধীন এলাকায় তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ (ব্ল্যাক আউট) করে দেয়।
উল্লেখ্য,আশুলিয়া থানাধীন ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি – ১ এর জিএম মাশফিকুল হাসানসহ ৩ জন কর্মকর্তা এবং সারাদেশে আরও ১৭জন কে চাকরিচ্যুৎ করার প্রতিবাদে আশুলিয়া থানাধীন ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি – ১ এই কর্মসূচি শুরু করে।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ বিআরইবি’র সাথে পল্লীবিদ্যুৎ সমিতিগুলোর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করে আসছিল। যারা উক্ত আন্দোলনের নেতৃত্বে ছিল তাদেরকেই চাকরি চাকরিচ্যুৎ করা হচ্ছে বলে জানা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর একটি টহল টিম পল্লীবিদ্যুৎ অফিসে অবস্থান করছিল।