অসীম-অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ

37

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং তাদের দুই ছেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আজ বুধবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, দুই ছেলে শায়ক উকিল ও শুদ্ধ উকিলের নাম, বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ব্যাংকের শাখায় উল্লিখিত ব্যক্তিরা এবং তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লিখিত ব্যক্তিদের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি) ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।