ডেস্ক রিপোর্ট: ভারতে সিরিজ চলাকালেই টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ থেকে বিদায়ের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে ঘরের মাঠে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন সাকিব। যদিও তার দেশে ফেরা নিয়ে এতদিন চলেছে নানা জটিলতা।
শেখ হাসিনা সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এই সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। তাছাড়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব চুপ থাকায় ক্ষোভ আছে অনেকের। একটি হত্যা মামলাও হয় তার নামে। যদিও পরে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় মিলেছে সাকিবের দেশে ফেরার ইঙ্গিত। এবার জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হান্নান সরকারও দিলেন সবুজ সংকেত।
আজ বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হান্নান বলেন, ‘আশা করি সাকিব আল হাসান তার শেষ টেস্ট মিরপুরে খেলবেন। এই ম্যাচের পর ক্রিকেটবিশ্ব তার লাল বলের খেলা মিস করবে। তোমাকে চিরকাল মনে রাখা হবে…কিংবদন্তি। সবসময়ের জন্য শুভকামনা।’
এদিকে, বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল দেশে আসছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।
তথ্য: বার্তা বাজার ডট কম