একাদশে জায়গা ‘অর্জন করে’ নিতে হবে আন্তোনিকে

56

প্রিমিয়ার লিগের একাদশে জায়গা নেই। বদলি হিসেবেও সুযোগ মিলছে না বললেই চলে। অন্তত লিগ কাপে খেলার আশা হয়তো করছিলেন আন্তোনি। তবে তার জন্য একটি বার্তা আগেই দিয়ে রাখলেন এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের সাফ কথা, প্রতিটি ফুটবলারকেই একাদশে জায়গা অর্জন করে নিতে হবে।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চার ম্যাচে এখনও পর্যন্ত স্রেফ এক মিনিট খেলার সুযোগ পেয়েছেন আন্তোনি। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে অবশ্য চোট পেয়েছিলেন তিনি। তবে তা গুরুতর কিছু ছিল না। খেলার জন্য প্রস্তুতও আছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। কিন্তু সুযোগ মিলছে না।

২০২২ সালে ১০ কোটি ৮২ লাখ ডলারের তিনি ইউনাইটেডে নাম লেখার। ক্লাবের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার তিনি। প্রত্যাশা তাই আকাশচুম্বিই ছিল। কিন্তু প্রাপ্তি কতটা, তা ফুটেই উঠছে বর্তমান চিত্রে।

কারাবাও কাপ বা লিগ কাপের তৃতীয় রাউন্ডে মঙ্গলবার বার্নসলির বিপক্ষে খেলবে ইউনাইটেড। এর আগে টেন হাগকে জিজ্ঞেস করা হলো এই ম্যাচে আন্তোনির শুরুর একাদশে থাকার সম্ভাবনা নিয়ে। কোচ কড়া বার্তায় জানিয়ে রাখলেন, লিগ কাপের খেলার হলেও এখানে কোনো ছাড় দিতে চান না তিনি।

“এটা পেশাদার ফুটবল। শীর্ষ মানের ফুটবল। এখানে এমন দলই বেছে নেওয়া হয়, যাদের ম্যাচ জেতানোর সর্বোচ্চ সম্ভাবনা আছে।”