ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সুপারিশ করেছে কোটা রিভিউ কমিটি। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা পোস্টে ‘মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এরপর গতকালই মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড কোটা ও খেলোয়াড় কোটায় সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটির প্রথম সভায় এমন সুপারিশ করা হয়।কমিটির সুপারিশ অনুযায়ী, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা শুধু তাদের সন্তানদের জন্যই প্রযোজ্য হবে। উক্ত আসন সমূহে উল্লেখযোগ্য শিক্ষার্থী পাওয়া না গেলে মূল মেধা তালিকার ক্রমানুযায়ী শূণ্য আসন পূরণ করার সুপারিশ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়—
১। মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদেরই বিবেচনা করা হবে। এই কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি/নাতনিদের বিবেচনা করা হবে না।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী যে কোন নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মূল মেধা তালিকার ক্রমানুযায়ী শূণ্য আসন পূরণ করা হবে।
৩। সাধারণ ভর্তি কমিটির ২১ অক্টোবর ২০২৪ তারিখের সভার আলোচ্যসূচী ৫ এর সিদ্ধান্তের আলোকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই সুপারিশসমূহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতেই কার্যকর করা এবং তা কার্যকরকল্পে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
রিভিউ কমিটির আহ্বায়ক আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা উপস্থিত ছিলেন।