মোংলায় ইউপি চেয়ারম্যানের ড্রাইভারকে মারধর ও হত্যার চেষ্টা করে টাকা ছিনতাই

10

নিজস্ব প্রতিবেদকঃ মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় চিহ্নিত দুর্বৃত্তরা চেয়ারম্যানের মোটর সাইকেল চালক মোঃ শহিদুলকে মারপিট করে রক্তাক্ত জখম শেষে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভূক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে মোটর সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের জন্য মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের ব্যক্তিগত মোটর সাইকেলের চালক হিসেবে শহিদুল (৪৬) দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছে। গত সংসদ নির্বাচনের আগে জানুয়ারী মাসে স্থানীয় ফারুক ঢালী, হাসান শেখ ও গোলাম শেখ ইউপি চেয়ারম্যান ইকরামের কাছে ৭০ হাজার টাকা পাওনা রয়েছে এমন দাবি করে ওই টাকা পরিশোধ করার জন্য শহিদুলকে নানা হুমকি ধামকি দেয়। পরে সে সময়ে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি থানা পুলিশকে জানালে ওই ব্যক্তিরা এ নিয়ে আর তার সাথে বাড়াবাড়ি করেনি। এরপর শহিদুল মোটরসাইকেল নিয়ে গত বুধবার বিকেলে চেয়ারম্যান ইকরাম ইজারাদারের ঘেরের মাছ বিক্রীর ৭০ হাজার টাকা নিয়ে মোংলা থেকে যাওয়ার পথিমধ্যে ঢালীর খন্ড ব্রিজ এলাকায় পোঁছালে ওই চিহ্নিত দুর্বৃত্তরা তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা শহিদুলের কাছে থাকা মাছ বিক্রীর ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়াসহ তাকে মারপিট করে রক্তাক্ত জখম শেষে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায়।

সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, চিহ্নিত ওই দুর্বৃত্তরা তার কাছে কোন বকেয়া টাকা পাবে না। গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি নির্বাচন করায় তারা তার বিরুদ্ধে লেগে রয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হেরে যাওয়ার পর ওই দুর্বৃত্তরা বিভিন্ন সময়ে নানা কৌশলে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি বিষয়টি থানা পুলিশকেও অবহিত করে ছিলেন। এখন সেই একই দুর্বৃত্ত চক্র তার মোটর সাইকেলের ড্রাইভারকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে।

অপরদিকে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

এদিকে এ ঘটনায় মোটর সাইকেল চালক মোঃ শহিদুল বাদী হয়ে মামলা দায়েরের জন্য মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, মোটর সাইকেল ড্রাইভারকে মমারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।