এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদূর রহমান এর কুশপুত্তলিকা দাহ

17

নিজস্ব প্রতিবেদক : এনটিভি’র বিশেষ প্রতিনিধি ও এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান এর কুশপুত্তলিকা দাহ করেছে আশুলিয়া ও সাভারে কর্মরত বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় ওই সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

 

এসময় ফ্যাসিবাদের দোসর হিসেবে এবং সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এর সহচর হিসাবে ফ্যাসিস্ট আমলের বিভিন্ন অপকর্মের বিচারের পাশাপাশি সাভারে ইয়ামেন হত্যার নির্দেশদাতা হিসেবে জাহিদুর রহমান এর বিচার দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

 

এসময় বক্তব্য রাখেন দৈনিক মুক্তখবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ওবায়দুর রহমান লিটন, দৈনিক সময়ের আলোর আশুলিয়া প্রতিনিধি সাংবাদিক জিল্লুর রহমান, দৈনিক দেশবার্তার আশুলিয়া প্রতিনিধি হাজী আবুল হায়াত বাচ্চু, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সাভার প্রতিনিধি সীমা আক্তার ছোঁয়া, দৈনিক অধিকরণ ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার স্টাফ রিপোর্টার এস আর জয়, বাংলাদেশ বুলেটিন ডট কম এর নিজস্ব প্রতিবেদক সাকিব আসলাম, বাংলাদেশ পোস্ট এর ফয়জুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা ভিডিও বক্তব্যে এনটিভি’র বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান এর বিরুদ্ধে তাদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু বিচার দাবী করেন।

 

তবে এবিষয়ে জাহিদুর রহমান এর সাথে যোগাযোগ সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায় নাই।