নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় সন্ত্রাসী হামলায় আহত ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন ওরফে বোয়িং মোল্লা মারা গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে, হামলার ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।গত শুক্রবার রাতে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। দীর্ঘ চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।নিহত আমির হোসেনের ভাতিজা সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, মঙ্গলবার ভোররাতে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেন। বুধবার সকালে তার মৃত্যু হয়। এরপর পুলিশকে সংবাদ দিলে তারা চাচার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় ও ঘাড়ে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে তার ছোট ভাই বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।