নিজস্ব প্রতিবেদকঃ অভিযোগ উঠেছে, জুনিয়র অফিসার ফিরোজ মন্ত্রণালয়ের এ নির্দেশ যেন বাস্তবায়িত না হয় সে জন্য বন্দরের শীর্ষ মহলে নানা দেনদরবার ও তদ্বির চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও বহু অভিযোগে বিভাগীয় মামলা খেলেও তা প্রভাব আর তদ্বিেেরর মাধ্যমে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নিস্পত্তি কওে ফেলেছেন। যদি অভিযোগেরই তদন্ত আসুক না কেন তিনি তা কৌশলে ম্যানেজ করে নিজেকে পার করে নেয়। এবারও তিনি একই প্রক্রিয়া চালাচ্ছেন যেভাবে হোক নৌ মন্ত্রণালয়ের এ নির্দেশনা ধামাচাপা দিয়ে নিজেকে রেহাই দেওয়ার।
জুনিয়র অফিসার মোঃ ফিরোজ এ ব্যাপারে বলেন, তিনি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী এডহক কমিটি গঠন করে সিবিএ ভবনে সভা করেছেন। তবে সেখানে কোন বিশৃংখলা পরিবেশ সৃষ্টি করেননি। প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামানের দৃষ্টি আবর্ষণ করা হলে তিনি মোঃ ফিরোজের বিষয়ে নৌ মন্ত্রণালয়ের নির্দেশনা প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কাজ করছে। বিধি অনুযায়ী এ সংক্রান্ত অফিসিয়াল প্রক্রিয়া চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহীন রহমান বলেন, এ সংক্রান্ত ফাইলটি তার দপ্তরে রয়েছে। খুব দ্রুত সময়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।