জাবিতে এক দফা দাবিতে মশাল মিছিল

6

জাবি প্রতিনিধি: কাঠামোগত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আফসানা রাচি হত্যার বিচার নিশ্চিতের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে সমাপ্ত হয়।

মিছিল চলাকালীন শিক্ষার্থীরা ‘লাশের উপর রাজনীতি, চলবে না, চলবে না’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার বিচার বিচার চাই, রাচি হত্যার বিচার চাই’, ‘তুমি কে, আমি কে, রাচি রাচি’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘হত্যাকারীর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ আরো বিভিন্ন স্লোগান প্রদান করেন।

মশাল মিছিল শেষে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, “আমাদের দাবি ছিল এগারোটি। কিন্তু সেই দাবিগুলোর মধ্যে এমন কিছু দাবি রয়েছে যেগুলোর প্রক্রিয়া শেষ হতে একটু বেশি সময় লাগবে। এজন্য আমরা রাচিকে ধাক্কা দেওয়া ঘাতক রিকশা চালককে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার এক দফা দাবিতে মশাল মিছিল করেছি। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকবার গিয়েছি। আমরা ২৪ ঘন্টার আল্টিমেটামও দিয়েছিলাম কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত খুনিকে শনাক্ত করতে পারেনি। আমরা কালকে উপাচার্যের নিকট গিয়ে আমাদের দাবিগুলো উত্থাপনের পর তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করার ব্যবস্থা নেন। যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘাতক রিকশা চালকে আইনের আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। তবে আমরা উপাচার্যকে দুই দিন সময় দিতে চাই। আমাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী রবিবার থেকে আমরা পূনরায় আমাদের কর্মসূচী জারি রাখব।”

মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, “আমরা আজকে রাচির হত্যাকারীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের এক দফা দাবিতে মশাল মিছিল করেছি। রাচির হত্যাকারীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আগপর্যন্ত আমরা কোনো ধরণের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিব না।