বিএনপির শোভাযাত্রা শুরু

19

ডেস্ক রিপোর্ট: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মানিক মিয়া অ্যাভিনিউর উদ্দেশে শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এই শোভাযাত্রা শুরু হয়। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করেন।

নয়াপল্টন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শোভাযাত্রার কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। রং-বেরঙের পোশাক, জাতীয় ও দলীয় পতাকা, ঘোড়ার গাড়ি এবং বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ, গ্রামীণ আদলে সাজানো বিভিন্ন ফল, সবজির গাড়িও ছিল শোভাযাত্রায়।

ঢোলবাদ্য বাজিয়ে শোভাযাত্রায় একটি পিকআপ ভ্যানে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতারা। শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।

আওয়ামী লীগ সরকারের সময় ৭ নভেম্বর বিএনপিকে নানা শর্তসাপেক্ষে সংক্ষিপ্তভাবে নয়াপল্টন থেকে শান্তিনগর পর্যন্ত সমাবেশ-মিছিলের সুযোগ দেওয়া হতো। কিন্তু এ বছরের শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউয়ে শেষ হবে।