নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জেরে ঢাকার সাভারে সুশীল রাজবংশী (৪০) নামের এক মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের এক সদস্য। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
এঘটনায় এক কিশোরকে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুশীল রাজবংশী সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকার রনজিৎ রাজবংশীর ছেলে। তিনি সাভারে এক মোটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করতেন। আটক গনেশ রাজবংশী একই এলাকায় বসবাস করেন। আটক গনেশ এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য।
গণমাধ্যমকে নিহত সুশীল রাজবংশীর স্ত্রী বিউটি রাজবংশী বলেন, তার স্বামীর গণেশের সাথে কোন সম্পর্ক ছিল না। গণেশ এক ব্যক্তির সাথে ঝগড়া করছিলো, এসময় তার স্বামী গণেশকে বয়োজ্যেষ্ঠ লোকের সাথে বেয়াদবি না করতে নিষেধ করে। তখন গণেশ উত্তেজিত হয়ে চাকু দিয়ে তার স্বামীর সারা শরীরে আঘাত করে। তিনি গণেশের ফাঁসির দাবি করেন।
সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাত করে হত্যা করে গণেশ নামের এক কিশোর। ঘটনার পরপরই হত্যাকারী গণেশকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।