আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও দুই মাস বেড়েছে।
সংযুক্ত আরব আমিরাতে চলছে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেয়েছেন অবৈধ প্রবাসীরা। ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে। সাধারণ ক্ষমার পূর্ব নির্ধারিত তারিখ আজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার আরো দুই মাস বাড়ানোর ঘোষণা দেয় ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ তথ্য জানিয়েছে।
সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। ভিসার মেয়াদোত্তীর্ণ, অনিয়মিত, কাগজপত্রবিহীন ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন। এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের জেল-জরিমানা ছাড়া দেশে ফেরারও সুযোগ দেয়া হয়েছে। এ ছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরাও বৈধতার আবেদনের সুযোগ পাচ্ছেন। নতুম করে দুই মাস মেয়াদী সাধারণ ক্ষমার এই কার্যক্রম যা আগামী ৩০শে ডিসেম্বর শেষ হবে।
তথ্য: বার্তা বাজার ডট কম