গেরুয়া বাইতুন নূর জামে মসজিদের বিগত কমিটির নানা অনিয়ম

43

নিজস্ব প্রতিবেদক: সাভারের গেরুয়া বাইতুন নূর জামে মসজিদের নতুন কমিটির কাছে বিগত কমিটি গত ৮ বছরের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে না দেওয়ায় গণমাধ্যমের কাছে অভিযোগ করেছে বর্তমান কমিটির সভাপতি ও অন্য সদস্যগণ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গেরুয়া বাজারে মসজিদ কমিটির বর্তমান সভাপতি মো: শাহাজউদ্দিন মোল্লা এবং হিসাবরক্ষক মো: ফারুক ভিডিও বক্তব্যে বিগত কমিটির নানা অনিয়ম তুলে ধরেন।

বর্তমান সভাপতি মো: শাহাজউদ্দিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সরকার পতনের পর আমাদের মসজিদের নতুন কমিটি হয়েছে। তবে বিগত কমিটি আমাদেরকে গত ৮ বছরের মসজিদের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে না দিয়ে আজ (বৃহস্পতিবার) শুধুমাত্র কিছু কাগজপত্র যেমন মসজিদের দলিলাদি আমাদেরকে হস্তান্তর করেছে।

কমিটির হিসাবরক্ষক মো: ফারুক জানান, ২০১৬ সালে ততকালীন আওয়ামী লীগ সরকারের সাথে লিয়াঁজো করে বিগত কমিটির সেক্রেটারি আজিজ, সভাপতি মুসা এবং হিসাবরক্ষক চুন্নু সহ মসজিদ কমিটির দায়িত্ব নেয়। তারা গত ৮ বছর ধরে নিজেদের খেয়ালখুশিমত মসজিদ চালিয়েছে। তবে আমাদেরকে তারা বিগত ৮ বছরের আয়-ব্যয়ের কোনো হিসাব বুঝিয়ে দেয় নাই। এর আগে, সাভার উপজেলা থেকে মসজিদের জন্য পরপর তিনবার টিন আসে যা বিগত কমিটির সেক্রেটারি আজিজ নিজের বাড়িতে নিয়ে যায়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাবেক ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির এবং রনি মেম্বার বিগত কমিটিকে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে। বিগত কমিটির থেকে সকল আয়-ব্যয় এর সুষ্ঠু হিসাবে যাতে পেতে পারি সেব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।

তবে বিগত কমিটির সভাপতি মুসা ও সেক্রেটারি আজিজ সহ ওই কমিটির আর কারও সাথে যোগাযোগ না হওয়ায় এবিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায় নাই।

প্রসঙ্গত, ২০১২ সালে গেরুয়া বাইতুন নূর জামে মসজিদ গেরুয়া বাজার এলাকায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আব্দুল খলিল।