ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার ঢাকার দিয়াবাড়ি এলাকা তাকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। ডিএমপির ডিবি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, সোহরাব উদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট ৪টি মামলা রয়েছে। যার ২টিতে তিনি ১ নম্বর ও ২টিতে ৩ নম্বর আসামি। গ্রেপ্তারকৃত সোহরাব উদ্দিনকে ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।