কচুয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

6

সূর্য্য চক্রবর্তী, কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি: “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

(সোমবার) ৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলেচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক সমির বরণ পাইকের সঞ্চালনায় কচুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আবু নওশাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার।

এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার,সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,উপজেলা নির্বাচন অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস,জনস্বাস্থ্য প্রকৌশলিক কর্মকর্তা মোঃ রায়হান,আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল,মোবাইদুল ইসলাম মাধ্যমিক,কচুয়া পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ নাজমুল হাসান,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনরুজ্জামান,সাংবাদিক রাকিবুল হাসান,খান সুমন সহ উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।

এদিন অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ নারী জয়িতাকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।