মোরেলগঞ্জে মারপিটের পরে কিশোরীর কাছে ক্ষমা চাইলো ডাকাতদল

14

চয়ন মজুমদারঃ ডাকাতি শেষে ফিরে যাবার সময় কিশোরীর কাছে ক্ষমা চেয়েছে গেল ডাকাতদল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার কলেজ রোড়ে একটি পাকা ভবনের গ্রীল কেটে ডাকাতি করে একদল শসস্ত্র ডাকাত। ডাকাত দল অক্সিজেন কার্টার দিয়ে জানালার গ্রীল ও দরজার ছিটকানি কেটে ঢাকায় কর্মরত আশীষ কুমার দাসের ভাড়াটে ভবনে প্রবেশ করে। ডাকাতরা ঘরের মধ্যে থাকা আশীষ দাসের স্ত্রী স্বপ্না দাস ও ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের হাত, পা, মুখ বেঁধে টাকা ও স্বর্ণলংকারের উদ্দেশে গোটা ঘর তছনছ করে।

নাম ও ছবি প্রকাশ না করার শর্তে কিশোরী মেয়েটি বলেন, ঘরের মধ্যে ৩ জন ঢুকেছে। তাদের হাতে দাও. ছোরা বন্দুক ছিলো। তেমন কিছু খুঁজে না পেয়ে শসস্ত্র ডাকাতেরা তাকে ও তার মাকে চুলের মুঠি ধরে মারধর করে। মারপিটে নিরুপায় হয়ে লুকিয়ে রাখা ১৬ হাজার টাকা ও ৩ ভরি ওজনের রূপার অলঙ্কারের সন্ধান দেয় কিশোরী মেয়েটি। এর পরে ওই ডাকাতরা যাবার সময় মেয়েটিকে বোন সম্বোধন করে এবং পা ধরে বলে, ‘বোন তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আগে বললে তোমাকে মারতামনা। আমাদের ভুল হয়েছে’। এ কথা বলে ডাকাতরা মা ও মেয়ের হাত, পা ও মুখের বাধন খুলে দিয়ে চলে যায়।

ডাকাতরা একই ভবনে থাকা অপর ভাড়াটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব সাহার তালাবদ্ধ ফ্ল্যাটেও ডাকাতি করে। নগদ ১৫ হাজার টাকা ও কিছু সিটি গোল্ডের অলঙ্কার হাতিয়ে নেয়।

খবর পেয়ে আজ শনিবার (৩০ নভেম্বর) বেলা ১০টার দিকে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে থানার ওসি(তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।