ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছ ৭ মাস সড়কে, যানবাহন চলাচলে ঝুঁকি

10

চয়ন কৃষ্ণ মজুমদার (খুলনা) প্রতিনিধি: গত বছরের ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনার রেলিগেট ফেরিঘাট সংলগ্ন ১৩০ বছরের পুরানো একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে সড়কের ওপর। সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ডালপালা কেটে সড়কটি যান চলাচলের উপযোগী করা হলেও, মূল গাছটি সড়কের পাশেই পড়ে রয়েছে। দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেলেও এটি সরানো হয়নি।

 

সড়কের প্রায় অর্ধেক অংশ দখল করে থাকা গাছের কারণে প্রতিদিন ওই পথে যাতায়াতকারী যানবাহন চালকদের দুর্ঘটনার ঝুঁকি নিতে হচ্ছে। ইতোমধ্যে এই গাছের কারণে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

 

স্থানীয় ভ্যানচালক শাহ আলম বলেন, “আমরা প্রতিদিন প্যাসেঞ্জার নিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করি। বড় গাড়ি পার হতে গেলে রাস্তার পাশে কোনো জায়গা থাকে না। এর ফলে মাঝেমধ্যে বড় দুর্ঘটনা ঘটে।”

 

আরেক চালক জসিম জানান, “দু’টি গাড়ি একসঙ্গে ক্রস করার সময় সমস্যার সৃষ্টি হয়। ফেরিঘাটে ফেরি আসার অপেক্ষায় গাড়ির লম্বা লাইন পড়লে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে।”

 

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, গাছটি অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের স্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, “বড় গাছ কাটার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমাদের নেই। গাছটি ভালোভাবে শুকালে কাটা সহজ হবে বলে বিলম্ব হয়েছে। তবে খরচ অনুমোদন পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

 

স্থানীয় বাসিন্দারা দ্রুত গাছটি অপসারণের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে সড়কটি যান চলাচলের জন্য নিরাপদ করা সম্ভব হবে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে।