ডেস্ক রিপোর্ট: একাডেমিক ও প্রশাসনিক কাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাত ১০টার পর যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে ফের নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পুনঃ এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠানগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। বিধায় একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে এবং অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনায় বলা হয়, বর্তমান ব্যাচগুলোর বর্ষপূর্তি কিংবা রিইউনিয়নের অনুষ্ঠান করা যাবে না। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি তিন বছরে একবার আয়োজন করা যাবে এবং রাত ১০টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি উক্ত সংগঠনকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অফিস আদেশটি দেওয়া হয়েছিল। তবে গতকাল বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মানিকগঞ্জ জেলা সমিতির রজতজয়ন্তী অনুষ্ঠান রাতভর চালানোর ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সুষ্ঠু একাডেমিক পরিবেশের ব্যাঘাত ঘটে। তার প্রেক্ষিতে প্রশাসন পুনরায় এই অফিস আদেশ জারি করে।