সড়কের স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল জাবি ছাত্রদল

19

ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে সড়ক দুর্ঘটনা রুখতে ব্যস্ততম সড়কগুলোর স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের সামনে ও ব্যস্ততম সড়কগুলোর স্পিড ব্রেকারে এই ইন্ডিকেটর দেন তারা৷

সরেজমিনে ঘুরে দেখা যায়, বেগম খালেদা জিয়া হল, বেগম সুফিয়া কামাল হল, চৌরঙ্গি মোড়, আল বেরুনী হল, নতুন কলা ভবন, পদার্থবিজ্ঞান ও রসায়ন ভবনের মাঝের সড়কসহ কয়েকটি ব্যস্ত সড়কের স্পিড ব্রেকারগুলোতে সাদা ও হলুদ রঙের ইন্ডিকেটর দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা আব্দুল গাফফার জিসান বলেন, সড়কগুলোর স্পিটব্রেকারগুলোতে চলাচলের সময় সচেতনতার অভাবে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে যখন স্পিডব্রেকার থাকে কিন্তু দূর থেকে বোঝা যায় না তখন বেশি ঘটে। এজন্যই শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ।

ছাত্রদল নেতা এম আর মুরাদ হাসান বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ শিক্ষার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে দুর্ঘটনাপ্রবণ ব্যস্ততম সড়কের মোড়গুলোতে এই ইন্ডিকেটর দেওয়া হয়েছে৷ এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

অবিলম্বে ভাঙ্গা সড়ক সংস্কারের দাবি জানিয়ে ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, শিক্ষার্থীদের সেবায় জাবি ছাত্রদল সবসময় প্রস্তুত৷ এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কের ব্যস্ততম মোড়গুলোর স্পিডব্রেকারগুলোয় ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আশাকরি এতে সবাই সচেতন হবে এবং দুর্ঘটনা কমবে। এছাড়া, ক্যাম্পাসের ভাঙা সড়ক সংস্কার এবং অন্যান্য স্পিডব্রেকারগুলোতে ইন্ডিকেটর ব্যবহার করতে প্রশাসনের সুনজর প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, রায়হান পারভেজ, নিশাত আব্দুল্লাহ, সাকিব আহমেদ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিক আহমেদ, হোসনি মোবারক, জাহিদ খান, সোলায়মান, মেহেদী, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহান’সহ আরো অনেকে।