‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পূনর্বাসন করা হবে’

35

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে পূনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পূর্ণবাসন কেন্দ্র সিআরপিতে ৫ই আগস্ট পুলিশের গুলিতে আহত ৩২ জনকে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা করে প্রদানকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় মীর মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, এসব পরিবারের যদি কারো কর্মসংস্থানের দরকার হয় সে ব্যবস্থাও করা হবে।

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সিইও এসময় আর‌ও বলেন, আহতদের জন্য সারা বাংলাদেশে একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং হট লাইন নাম্বার চালু করা হয়েছে যাতে করে কেউ যেন সহযোগিতা থেকে বাদ না পড়ে।

জুলাই আগস্টের আহতরা যদি কেউ বাদ পড়েন তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারা সর্বাধিক সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার-আশুলিয়ায় আহত মোট ৩২ জন সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন। আজ (রোববার) তাদের ভিতর ৫ জনকে ১ লক্ষ করে মোট ৫ লক্ষ টাকা এবং বাকি ২৭ জনকে ১ লক্ষ করে মোট ২৭ লক্ষ টাকা তাদের বিকাশ নাম্বারে প্রদান করা হয়েছে।