নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আবু সাঈদ

30

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩,৪৮,৬৮০ জন। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। গত জুলাইয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

সোমবার (১৪ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করে। এতে দেখা গেছে আবু সাঈদ মাদ্রাসার এবতেদায়ি শাখার ইংরেজি ও বাংলা বিষয়ে সাধারণ শিক্ষক হিসেবে উর্ত্তীর্ণ হয়েছেন। তার নিবন্ধন নম্বর ২০১২৫৬২৯৭।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গত ১৬ জুলাই পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু সাঈদ পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়ার দিনমজুর মকবুল হোসেনের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে আবু সাঈদ ছিলেন সবার ছোট।