আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া; গ্রেফতার ৪

27

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন ভাতার দাবিতে সাভারের আশুলিয়ায় সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ৪ জনকে আটক করে।

গতকাল সোমবার ( ২১ অক্টোবর) সকাল ১০টা থেকে আশুলিয়া থানাধীন ইউছুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিঃ এর শ্রমিকরা বন্ধ ফ্যাক্টরি খুলে দেয়া এবং বকেয়া পাওনাদির দাবিতে বাইপাইল মোড়ে অবস্থান শুরু করে। ফলে নবীনগর – চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল- আব্দুল্লাহপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) সকাল থেকে শ্রমিকরা বাইপাইল মোড়ে আবারও অবস্থান নেয়। পরে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনীর কর্নেল মহিউদ্দিন, জেনারেশন নেক্সট ফ্যাক্টরির ডিএমডি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ওবায়দুর রহমান, কলকারখানা অধিদপ্তরের ইন্সপেক্টর এবং বিজিএমইএ এর প্রতিনিধি বাইপাইল মোড়ে এসে বিষয়টি সমাধানের ব্যাপারে শ্রমিকদের সাথে কথা বলেন। তারা এসময় অবিলম্বে সমস্যার সমাধান করা হবে বলে শ্রমিকদেরকে আশ্বাস দিলেও শ্রমিকরা উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরে বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রশাসন একশনে যায় এবং জল কামান নিক্ষেপ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা ১০-১২ টি পরিবহনের জানালার কাঁচ ভাঙচুর করে। উক্ত ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

পরে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্হলে সেনা, বিজিবি, র‍্যাব ও শিল্প পুলিশের উপস্থিতি রয়েছে।