অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

অনলাইন ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর টুইটারে ফিরলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রায় ২০ মাসেরও বেশি সময় পর মঙ্গলবার (২৪ জানুয়ারি) কঙ্গনার টুইটার হ্যান্ডল পুনরুদ্ধার হলো।

টুইটারে ফিরেই তিনি লিখেছেন, ‌নমস্কার সকলকে, আবার ফেরত এসে ভাল লাগছে। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তার টুইটে ভিউ সংখ্যা ছাড়ায় ৫৯ হাজার।

নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়েও টুইটারে ফেরত আসার কথা ঘোষণা করেন তিনি। টুইটারে ফিরে এসে ভাল লাগছে। একইসঙ্গে নিজের আগামী ছবি ইমার্জেন্সির শ্যুটিং শেষের স্ক্রিনশট পোস্ট করেন।

২০২১ সালের ৪ মার্চ তার টুইটার বন্ধ করে দেওয়া হয়। বারবার কঙ্গনার পোস্ট টুইটার পলিসির আচরণ বিধি লঙ্ঘন করার ফলে অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।

      

Bangladeshpost24.com

Previous articleনির্বাচনে জিতব, অর্থনীতিও পুনর্গঠন করব : ইমরান খান
Next articleমেয়েদের আইপিএলে পাঁচ দল চূড়ান্ত