বাংলাদেশ পোষ্ট ২৪ ডটকম: লাল রঙের এক হাজার টাকার নোট বাতিলের যে খবর সোশাল মিডিয়ায় ছড়িয়েছে, তা গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের কোনো নোটই বাতিল করা হয়নি।
বাজারে এখন হাজার টাকা মূল্যমানের দুই নকশার নোট প্রচলিত। কেন্দ্রীয় ব্যাংক ১ হাজার টাকার যে নোটটি প্রথম ছেড়েছিল, তা লাল রঙের।
২০২০ সালে নতুন নকশায় বেগুনি রঙের ১ হাজার টাকার নোট ছাপায়। এরপর দুই ধরনের নোটই চালু রাখা হয়।
লাল রঙের নোটটি ৩০ মে’র পর বাতিল হচ্ছে- সোশাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়েছে দেখে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। তদপ্রেক্ষিতে, জনসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।”
bangladeshpost24.com