Home বিনোদন হাওয়া’র গল্প নকলের অভিযোগ

হাওয়া’র গল্প নকলের অভিযোগ

অনলাইন ডেস্কঃসিনেমা হলে গত শুক্রবার থেকে চলছে ‘হাওয়া’। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘হাওয়া’ দেখে জানাচ্ছেন তাদের ভালো লাগার কথা। তবে কেউ কেউ আবার তুলেছেন ‘হাওয়া’র গল্প নকল! কোরিয়ান চলচ্চিত্র ‘সি ফগ’-এর অনুকরণে নির্মাণ করা হয়েছে- এমনটাই দাবি করা হয়েছে।

অন্যদিকে, ‘হাওয়া’র পরিচালক ও অভিনয়শিল্পীরা জানিয়েছিলেন এর গল্প শতভাগ মৌলিক।নকলের অভিযোগ ওঠার পরও একই দাবি করলেন চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন।

মেজবাউর রহমান সুমন বলেন, ‘সিনেমা দুটির শুটিং সাগরে হয়েছে বলে অনেকে হয়তো এরকম ভাবছেন। সাগরে দৃশ্যধারণ করা হলেই তো আর সিনেমা এক হয় না।’

প্রসঙ্গত, ‘হাওয়া’ মুক্তির আগে থেকেই সিনেমা হলগুলোর টিকিট বিক্রি হয়ে যায়। সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। তার আগে এ ছবির ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গান ভাইরাল হয়।

bangladeshpost24.com

Previous articleস্টার ট্রেকের কালজয়ী অভিনেত্রী নিশেল নিকোলস মারা গেছেন
Next articleঘুরে দাঁড়াচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাজার