Bangladeshpost24.com
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বুধবার (১১ জানুয়ারি) আলীরেজা আকবরীর পরিবারকে শেষবারের মতো দেখা করতে কারাগারে যেতে বলা হয়েছিল।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তার স্ত্রী অভিযোগ করে জানান, আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে ইরান। এরপর থেকে তাকে নির্জন কারাগারে নিয়ে যাওয়া হয়। আলিরেজা আকবরীকে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছে ইরান।
২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়। যদিও আলিরেজা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। এছাড়া যুক্তরাজ্যও ইরানকে তার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল।
 এক টুইটে অভিযোগ করে জানান, আলিরেজার মৃত্যুদণ্ড ইরান সরকারের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ। তারা বর্বর, মানুষের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।আলিরেজা ইরানের সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
খাতামি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

      

Bangladeshpost24.com

Previous article‘পাঠান’-এর গান নিয়ে শাহরুখের স্ত্রীর প্রতিক্রিয়া
Next articleমধ্যপ্রাচ্য থেকে কমলেও যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে