Home বাণিজ্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৪০ মিনিট উড়োজাহাজ ওঠানামা বন্ধ

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৪০ মিনিট উড়োজাহাজ ওঠানামা বন্ধ

49

অনলাইন ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ আটকে পড়ায় অন্তত ৪০ মিনিট উড়োজাহাজ উঠা-নামা বন্ধ ছিলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত আটটার দিকে রানওয়ে থেকে উড়োজাহাজটি সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময়ের মধ্যে ১৫টি উড়োজাহাজের ওঠানামা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটির কারণে ফ্লাইট ওঠানামা বিলম্বিত হয়। সেটি সরানোর পর রানওয়েতে উড়োজাহাজ ওঠানামার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণ করে। পরে তা রানওয়ে থেকে সরানো যাচ্ছিল না। উড়োজাহাজটি নিরাপদে অবতরণের পর পাইলট বিমান কর্তৃপক্ষের কাছে টোয়িং সহায়তা চান। কাতার এয়ারওয়েজকে এসময়  সহায়তা দেয়া হয়। উড়োজাহাজটি ৪০ মিনিট পর রানওয়েতে থেকে সরানোর পর বিমান উঠা-নামা স্বাভাবিক হতে শুরু করে।

 

Bangladeshpost24.com

 

Previous articleতাইওয়ান উপকূলে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে চীন
Next articleচিহ্নিত ১০ টি দূর্বল ব্যাংক; অগ্রগতি তদারকি করবে বাংলাদেশ ব্যাংক