অনলাইন ডেস্কঃ চীনের শাওমির রেডমি সিরিজের ফোন বিস্ফোরণ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। হতভাগ্য ওই নারী ভারতের দিল্লির বাসিন্দা।
সম্প্রতি মানজিত নামের এক ইউটিউবার এমন অভিযোগ করেছেন। ওই ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনা বর্ণনা করেছেন। তার অভিযোগ, এক দিল্লির এক নারী ঘুমের সময় বালিশের পাশে রেডমি ফোন রেখে ঘুমিয়ে ছিলেন। আচমকাই সেই ফোনে বিস্ফোরণ হয়। এরপর মৃত্যু হয় ওই নারীর।
অভিযোগে আরও বলা হয়েছে বিস্ফোরিত ওই ফোনের মডেল শাওমি রেডমি ৬এ।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে শাওমি। প্রতিষ্ঠানটি বলছে, ঘটনা তদন্ত করছে তারা।
এই প্রথম যে রেডমি ফোনে বিস্ফোরণ হয়েছে তা কিন্তু নয়। এর আগেও শাওমির সাব-ব্র্যান্ড এই সংস্থার ফোনে বিস্ফোরণ হয়েছিল। ২০১৯ সালে রেডমি ৯এ ফোনে বিস্ফোরণ হয়েছে এক ইউজারের পকেটে। এই ঘটনা ঘটেছিল ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে। তবে সে যাত্রায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। অল্পের উপর দিয়েই চোট আঘাত পেয়েছিলেন ওই ইউজার। কিন্তু এ যাত্রায় অভিযোগ উঠেছে প্রাণহানির।
Bangladeshpost24.com