Home তথ্য ও প্রযুক্তি রিলস শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতে

রিলস শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতে

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ শট ভিডিও এখন খুবই জনপ্রিয়। বিশেষ করে টিকটক, রিলস জনপ্রিয়তার শীর্ষে। এছাড়াও ফেসবুক স্টোরি আপলোড বেড়েছে।

সবকয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের শট ভিডিওর নাম আলাদা আলাদা। ইনস্টাগ্রামের নাম রিলস, ফেসবুকের স্টোরি এবং ইউটিউবের শর্টস।

এসব শর্টস ভিডিওর বদৌলতেই মোটামুটি এখন সকলেই স্টার। লাখ লাখ লাইক পড়ে সেসবে । কেউ কেউ তো সেসব থেকে প্রচুর টাকা উপার্জনও করছেন। অনেকের মতোই আপনিও যদি ইনস্টাগ্রামে রিলস বানাতে ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই চান, আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। আর তারই সহজ উপায় এবার রয়েছে আপনার হাতের কাছেই।

ইনস্টাগ্রামে বানানো রিলসকে এবার পৌঁছে দিন আরও মানুষের কাছে। এজন্য এগিয়ে এসেছে ফেসবুক। প্রতিষ্ঠানটি এনেছে নতুন ফিচার। এবার ইনস্টাগ্রামে বানানো রিলস ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন।

ফেসবুক অ্যাপ চালু করুন। তবে তার আগে চেক করে নিন আপনার মোবাইলে ফেসবুকের আপডেটের ভার্সনটি ইনস্টল করা আছে কিনা, তা যদি না থাকে প্রথমে আপ আপডেট করুন।

ইনস্টাগ্রাম রিলস ফেসবুক স্টোরিতে শেয়ার দেওয়ার উপায়

এরপর ফেসবুক খুলে ফেসবুক প্রোফিট আইকনটিতে ক্লিক করুন।

এরপর সেখানে পোস্ট এবং রিলস নামে দুইটি অপশন দেখতে পাবেন। যেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে রিলসে।

এরপর যে রিলসটি শেয়ার করতে চান, সেটিতে ক্লিক করুন।

রিলসটিতে ক্লিক করলেই নিচে ডানদিকে একটি শেয়ার অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

এরপর শেয়ার টু ইউওর স্টোরি নামে অপশন দেখতে পাবেন একেবারে নিচে। সেখানে ক্লিক করলেই আপনার রিলসটি স্টোরি শেয়ারের জায়গায় পৌঁছে যাবে।

সেখানে গিয়ে স্টোরিটিকে এডিটও করতে পারবেন আপনি। চাইলে আলাদা করে মিউজিক এবং ক্যাপশনও অ্যাড করতে পারবেন আপনি। ট্যাগ করা যাবে বন্ধুবান্ধবকেও। আর একবার ফেসবুক স্টোরি হিসেবে শেয়ার করলেই দেখবেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আপনার তৈরি সেই শর্ট ভিডিওটি। লাইক আর কমেন্ট পাবেন ঝুড়ি ঝুড়ি।

     

Bangladeshpost24.com