অনলাইন ডেস্কঃ এখন থেকে অনলাইনেই উত্তরাধিকার সনদ পাবেন রাঙামাটির দুর্গম এলাকার বাসিন্দারা।
এসময় বলা হয়, জমির মালিকানা পরিবর্তনসহ নানা কাজে জেলা প্রশাসনের দেওয়া উত্তরাধিকার সনদ প্রয়োজন হয়। এ সনদের জন্য দুর্গম এলাকা থেকে এসে আবেদন করতে হয়। এছাড়া সম্পূর্ণ কাজটি শেষ করতে আরও কয়েকবার জেলা ও উপজেলা সদরে আসতে হয়। জেলা প্রশাসন দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবে সেবাটি তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইনেই উত্তরাধিকার সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, এসএম ফেরদৌস ইসলাম, গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
bangladeshpost24.com